Pages

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

Top Bangla Technology Blog Site




Bangla Technology website
Bangla Technology Blogsite
বাংলা টেকনোলজী ওয়েবসাইট
বাংলা টেকনোলজী ব্লগ লিষ্ট
 টেকস্পট-Techspot
www.techspot.com.bd  
somewriteinblog.blogspot.com
blacksoftbd.blogspot.com

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

(IDM) ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপডেট ভার্সন আজীবনের জন্য অ্যাক্টিভ করুন ফ্রীতে



শুভ সকাল কেমন আছেন সবাই ? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি (IDM) ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপডেট ভার্সন । যারা ইন্টারনেট ব্যবহার করেন এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করেন তারা এই IDM এর  নাম শুনেছেন এবং ব্যবহারও করেছেন। তো যাইহোক আমি আজকে আপনাদের সাথে এই সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি। আগে যে (IDM) ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেছেন বা ব্যবহার করছেন তা ট্রাইল ভার্ষন কিন্তু আমি এখন দিচ্ছি সম্পূর্ণ নতুন ভার্ষন এবং আজীবন ফ্রিতে । তবে এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটি নিচে অনুসরণ করুন।
  • প্রথমে আপনাকে এটি ডাউনলোড করতে হবে।
  • এবার ফাইলটি ওপেন করুন।
  • এখন IDM setup.exe file টি ইন্সটল করুন।
  • ইন্সটল শেষে ফিনিশ এ ক্লিক করুন। কিন্তু রান করবেন না।
  • এবার আপনার অপারেটিং সিস্টেম যদি ৩২/৬৪ বিট হয় সে অনুসারে crack file install করুন।
  • কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।
  • ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Bangla Technology Website

Techspot - টেকস্পট

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

পিসির জন্য দারুন একটি মিউজিক প্লেয়ার। ডাউনলোড করুন জলদি।




কেমন আছেন সবাই ? আমি রোহান বিশ্বাস আবারও আপনাদের সাথে হাজির হয়েছি। গান শুনতে পছন্দ করেন না কে ? যারা গান শোনেন তাদের মন ভালো থাকে। গান বিনোদনের একটি অংশ। আর গান শোনার জন্য প্রয়োজন ভালো একটি মিউজিক প্লেয়ার। আমি এখন কোন অ্যান্ড্রয়েড অ্যাপস এর কথা বলছিনা, আমি এখন যে মিউজিক প্লেয়ারটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি শুধু মাত্র কম্পিউটার এর ব্যবহার করার জন্য।
এই মিউজিক প্লেয়ারটি চমৎকার। নতুন বছর এসেগেছে তাই নতুন কিছু দেওয়ার জন্য ডেভোলপারা ব্যস্ত। এই প্লেয়ারটি সম্পূর্ণ  নতুন ভার্ষণ নিয়ে এসেছে। গান শুনলে বা দেখলে হয় না, তার জন্য দরকার ভালো মিউজিক প্লেয়ার। এই প্লেয়ারটি দিয়ে আপনি ফুল এইচ.ডি গান দেখতে এবং শুনতে পারবেন। এই প্লেয়ারটি সম্পূর্ণ মাল্টিপ্লেয়ার। এই প্লেয়ারটি দিয়ে 3D মুভি দেখতে পারবেন। তাই আমি একটি কথাই বলব আর বেশি কথা বা দেরি না করে এখনই প্লেয়ারটি ডাউনলোড করে নিন।
ভালো থাকবেন সবাই।

Downlaod Here

Bangla Technology Website

রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

কম্পিউটারকে ফাষ্ট করার দুর্দান্ত ১০টি টিপস্ । জেনে রাখা ভালো ।





কেমন আছেন সবাই? টেকস্পট  এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য আমি ১০টি কম্পিউটার  টিপস্ নিয়ে হাজির হয়েছি।কম্পিউটার একটি গনণাকারী যন্ত্র। কম্পিউটার চলে প্রোগ্রামের সাহায্যের।কম্পিউটার নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়, সিনেমা, ইন্টারনেট ব্যবহার গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আর কম্পিউটার দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহারের ফলে কম্পিউটার স্লো হয়ে যায়।এর ফলে আমরা কম্পিউটারে উইন্ডোজ ইনষ্টল করি বা হার্ডডিক্স ফরমেট করে দেই। কিন্তু এগুলো কোন সমাধান না কারণ আপনার অনেক ধররেন ফাইল হার্ডডিক্সে থাকে, সেগুলো মুছে যাবে। অনেক সময় আমরা কম্পিউটারকে ভালো টেকনিশিয়ানদের কাছে নিয়ে যাই এবং অনেক টাকা বিল দিতে হয়। বন্ধুগণ আমি আজকে আপনাদের ভালো কিছু টিপস্ দেখাবো যেগুলো করলে আপনার কম্পিউটার থাকবে সুপার ফাষ্ট।
১। অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিলেট করুন :
কম্পিউটারে অনেক ধরনের অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইনষ্টল করা হয়, যা কম্পিউটারের পারফমেন্স নষ্ট করে দিতে পারে। আবার কম্পিউটারে ডেমো সফটওয়্যার ইনষ্টল করা হয় এতেও কম্পিউটার স্লো কাজ করতে পারে। তাই আমি বলব আপনি এই ধরনের ফাইল বা সফটওয়্যারটি আন-ইনষ্টল করে দিন। এর জন্য আপনাকে Start মেনু হতে control প্যানেলে যান। সেখান থেকে Programs and Features এ গিয়ে অনাকাংখিত প্রোগ্রামগুলো রিমুভ করেন।
২। অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলেট করুন:
কম্পিউটার ব্যবহার করার সময় অনেক ধরনের অপ্রয়োজনীয় ফাইল নিজেই সৃষ্টি হয়। এত করে আপনার কম্পিউটার অনেক স্লো কাজ করতে পারে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো: Run এ গিয়ে prefetch লিখে এন্টার চাপুন এবং সবগুলো ফাইল রিমুভ করুন। এর পর %temp% লিখে এন্টার চাপুন এবং সকল ফাইল ডিলিট করুন। এই কাজগুলো অটোমেটিক ক্লিকে করতে নিচের কোডটুকু একটা text ফাইলে লিখে সেভ করুন। এরপর ফাইলের নাম পরিবর্তন করে junk_remover.bat নামে সেভ করুন। এবার ডাবল ক্লিক করলেই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল সমূহ রিমুভ হয়ে যাবে।
কোডঃ del C:\Windows\Prefetch\*.* /Q
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks
৩। Disk Defragmenter করুনঃ
আপনার কম্পিউটারের হার্ডডিক্সে প্রতিনিয়ত Disk Defragmenter করুন । আপনি যদি নিয়োমিত Disk Defragmenter করেন তাহলে কম্পিউটার অনেক ফাষ্ট থাকবে। এর জন্য আপনাকে যা করত হবে তা হলো- My computer হতে properties এ যান। সেখান হতে Performance Information and Tools এ যান এবং সর্বশেসষ Advanced Tools হতে Open Disk Defragmenter এ যান। আর সরাসরি যেতে চাইলে Search বার এDisk Defragmenter লিখে এন্টার চাপুন।
৪। Disk Cleanup:
স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup লিখে এন্টার চাপুন। এরপর যে ড্রাইভ পরিস্কার করতে চান সেটা সিলেক্ট করুন। কিন্তু সাবধান ডিলিট করবেন না কিন্তু।
৫. পিসিকে ভাইরাস মুক্ত রাখুনঃ
ভাইরাস আপনার পুরো পিসি ধ্বংস করে দিতে পারে। সেই সাথে আপনার প্রয়োজনীয় সব ফাইলও শেষ করে দিতে পারে। এর জন্য ভালমানের এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন। এর জন্য আমি রিকমেন্ড করব Microsoft Security Essential. তথাকথিত এন্টিভাইরাসের চেয়ে এটা অনেক বেশি পরিমাণ ভাইরাস ডিটেক্ট করতে পারে। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ এর সাথে এটা আগে থেকেই দেয়া থাকে। আর মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন USB Disk Security. কারন বেশির ভাগ ভাইরাস ছড়ায় USB Pen Drive এর মাধ্যমে। নিচে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিলাম।
Microsoft Security Essential
৬. মালওয়্যার, স্পাইওয়্যার দূর করুনঃ
মালওয়্যার, স্পাইওয়ার এবং সর্টকাট ভাইরাস ইত্যাদি বেশিরভাগ ছড়ায় পেনড্রাইভ হতে। পেনড্রাইভের ভাইরাস হতে পিসিকে মুক্ত রাখে ব্যবহার করতে পারেন USB Disk Security.
নিচে সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিলাম।
USB Disk Security
৭. Browsing History এবং Cooky দূর করেনঃ
ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ র‍্যামে জমা হয়ে র‍্যামে গতি কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন ব্রাউজিং হিস্টোরি এবং কুকিসমূহ ডিলিট করুন। এজন্য যেকোন ব্রাউজার খুলে Shift+Ctrl+Delete চাপে সবকিছু ডিলিট করে দিন
৮. অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্টার্টআপ দূর করুনঃ
পিসি চালু হলে অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু হয়। সেই প্রোগ্রামগুলোর কারণে পিসির স্টার্ট হতে অনেক সময় নেয় এবং র‍্যমের জায়গা দখল করে। অপ্রয়োজনীয় প্রোগ্রাম অটোস্টার্ট বন্ধ করতে Run এ গিয়ে লিখুন msconfig লিখে এন্টার চাপুন এবং যে সকল প্রোগ্রাম আপনার দরকার নেই সেগুলো Disable করে দিন।
৯. পার্ফর্মেন্স বাড়াতেঃ
পিসির পার্ফর্মেন্স বাড়াতে আরেকটি ভালো উপায় রয়েছে। তা হচ্ছে Performance Option. স্টার্ট মেনুতে গিয়ে লিখে এন্টার দিলে নিচের মতো উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পার্ফর্মেন্স নির্বাচিত করে দিন। চাইলে নিজের মত কাস্টমাইজ করতে পারেন।
১০. নিয়মিত ড্রাইভ রিফ্রেশ করুনঃ
পিসিকে সচল রাখতে নিয়মিত ড্রাইভ রিফ্রেশ করুন। এর জন্য নিচের কোডটুকু text ফাইলে লিখে Refresg.bat নামে সেভ করুন। প্রতিদিন এটাতে ক্লিক করে ড্রাইভকে সচল রাখুন।
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
১১. থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করুনঃ
পিসির গতি বৃদ্ধি করতে ব্যবহার করার জন্য থার্ড পার্টি সফটওয়্যার হিসেবে CCleaner একটি চমৎকার সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে ডাউনলোক করে নিতে পারেন।
CCleaner
এই কাজগুলো নিয়মিত করলে আপনার পিসির স্পীড কোনদিন কমবে না। নতুন অপারেটিং ইনস্টল করার দিন যেমন গতি সেই গতি সবসময় পাবেন।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

ফেসবুকের টিপস নিয়ে দারুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস্





ফেসবুক খুব জনপ্রিয় একটা বন্ধুত্ব যোগাযোগের মাধ্যম। এতে কম বেশী সবারই একটা অ্যাকাউন্ট আছে আর সবাই ফেসবুক স্ট্যাটাস দেয় ও ফেসবুক স্টাটাস পড়ে। কেউ ব্যবহার করে ফেসবুক লাইট আনার কেউ ভক্ত ফেসবুক স্টিকারের। ফেসবুক ব্যবহারের রয়েছে নানারকম ট্রিক ও টিপস।
ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলার নেই। এতে অনেকেই খুঁজে পায় মনের বন্ধু আবার কারো বন্ধুত্ব ভাঙ্গে বা বন্ধু হারায় এখানে। ইদানিং বন্ধুত্ব এস এম এস পাঠানো আর গ্রহণ করাটা ইন্টারনেট ও নেটওয়ার্ক কেন্দ্রিক। ফ্রি ইন্টারনেট, ইন্টারনেট অফার থাকলে ও মোবাইলে ইন্টারনেট প্যাকেজ কেনা থাকলে মোবাইল সাভিস অন করে বন্ধু sms পাঠায় তারা। কিন্তু কিছুদিন আগেও ছিল না ইন্টারনেটে আয় বা ফ্রী নেট, মোবাইল লক না হলেই মোবাইল নাম্বার বরাবর পাঠাত ক্ষুদে বার্তা। টিপস বলতেই তখন ছিল কেবল মোবাইল টিপস। কিভাবে আগের গার্ল ফ্রেন্ড এর কল ব্লক করবে নানান শটকাট টেকনিক ইত্যাদি। কিন্তু এখনকার যুগ হল ফেসবুকের যুগ।
আসলে প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক, ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেমন বিভিন্ন শর্টকাট টেকনিক, কিভাবে লাইক বেশী পাওয়া যায়, হ্যাকিং ঠেকানর পথ, বাংলা ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সুবিধা ইত্যাদি। বেশির ভাগ শর্ট টেকনিক ও কম্পিউটার শর্টকাট আপনাদের জানা আছে, কিন্তু যেগুলো কম জানা আবার গুরুত্বপূর্ণও সেগুলো নিয়েই আমার আজকের প্রচেষ্টা। গ্রাম বাংলা ফেসবুক ব্যবহারে স্মার্ট হয়ে উঠবে এই আমাদের চাওয়া।
অ্যাপসটি ডাউনলোড করতে নিচের লিংক থেকে ডাউনলোড করেনিন।ৎ

Apps Download Here

Bangla Technology Website

Techspot 

www.techspot.com.bd

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

এক গার্লস স্কুলের ঘটনা।

স্কুলের কিছু মেয়ে লিপস্টিক ব্যবহার করা শুরু করে এবং লিপস্টিকের পরিত্যক্ত অংশ বাথরুমে ফেলে রাখে। এইটুকু পর্যন্ত সমস্যা ছিল না। মেয়েরা লিপস্টিক দিয়ে বাথরুমের গ্লাসে চুমু আকা শুরু করে, এতে গ্লাসগুলোতে দাগ পড়ে যায়। দাগপড়া গ্লাসগুলো পরিষ্কারে স্কুলের খরচ বৃদ্ধি পায়।

হেডমাস্টার ঠিক করলেন, এই ঘটনার ব্যবস্থা নিবেন। স্কুলের কয়েকজন ছাত্রীকে তিনি ডাকালেন এবং বললেন এই গ্লাস পরিষ্কার করতে ক্লিনারের অনেক কষ্ট হয়। হেডমাস্টার ক্লিনারকে বললেন, কিভাবে গ্লাস পরিষ্কার করো ওদের দেখাও।

ক্লিনার হাতের ঝাড়ুকে পাশের কমোডের পানিতে একবার চুবালেন এবং সেই পানিতে গ্লাস পরিষ্কার করতে লাগলেন। মেয়েরা সব বমি করতে করতে বের হয়ে গেল।

পরে আর কখনো স্কুলে এই সমস্যা হয়নি।

Bangla Technlogy Blog

টেলিটক দিচ্ছে মাত্র ৭০ টাকায় ১ জিবি ইন্টারনেট




কেমন আছেন ? উপর আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য দারুন একটি ইন্টানেট প্যাকেজ এর অফার নিয়ে হাজির করেছি। ইন্টারনেট ব্যবহার করেননা এমন লোক খুজে পাওয়া খুব মুশকিল। প্রিয় টিউনার বন্ধুগণ দেশের সকল অপারেটর ভালো ভালো ইন্টারনেট অফার দিচ্ছে। টেলিটক কিন্তু পিছিয়ে নেই । এবার টেলিকট দারুন অফার দেয়েছে গ্রাহকদের, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন। টেলিটক এবার দিচ্ছে মাত্র ৭০ টাকা ১ জিবি ইন্টারনেট। প্রিয় টিউনার আসুন দেখেনেই কিভাবে নিতে হবে।
ভালো থাকুন সুস্থ্য থাকুন সবাইকে ধন্যবাদ।
টেলিটক নিয়ে এলো সুপার গতির ‘হিরো’ ১ জিবি ডাটা প্যাক।
→ মুল্য মাত্র ৭০ টাকায়।
→ মেয়াদ ৭ দিন।
→সাথে আরো থাকছে ৩ দিনের মেয়াদে ১০০% বোনাস।
→অফারটি সাবস্ক্রাইব করতে D58 (প্রিপেইড) অথবা F58 (পোস্টপেইড) লিখে 111-এ SMS করুন।
→ এমবি চেক কোড : SMS  এ পাবেন।
→ অফারটি  সবাই  পাবেন।
 Bangla Technolog Blog

সূত্র- টেকস্পট Techspot